AWS Hosting And Domain Business Ideas From Home Earn 1 Lakh BDT Monthly

গত পর্বের পুনরালোচনা:

পূর্বের পর্বে আমরা AWS-এর মাধ্যমে ৩০ জিবি ফ্রি স্টোরেজ (১২ মাসের জন্য) এবং সাইবার প্যানেল ইন্সটলেশন শিখেছি। কারো কোনো সমস্যা থাকলে, আমাকে কমেন্টে জানাতে পারেন।

A Guide to Installing CyberPanel on AWS



হোস্টিং বিজনেসের সম্ভাবনা

হোস্টিং নিয়ে আলোচনা করেছিলাম কারন এগুলো আপনি চাইলে অনেক বেশী একাউন্ট করে অনেক গুলো কালেক্ট করে ফ্রিতেই বা একদম নাম মাত্র দামে রেডি করে নিজের হোস্টিং বিজনেস বানাতে পারেন। 



উদাহরণস্বরূপ:

ধরে নিন আপনি এই বছর ২৫ টা একাউন্ট এই ট্রিক ব্যবহার করে রেডি করলেন আর প্রতি একাউন্ট থেকে ১০ জিবি করে বাদ দিলাম সাইবার প্যানেল ইনস্টল করার জন্য তাহলে আমাদের কাছে টোটাল হোস্টিং রেডী হবে ৫০০ জিবি যা কিনা আপনি ৫ জিবি করেও যদি সেল করেন তাহলে আপনার আসবে কত জানেন ? 

এভাবে ৪ ভাগে ভাগ করে ৫ জিবির প্যাকেজ প্রতি মাসিক ভাড়া ৪০০ টাকা ধার্য করুন।
আপনার প্রয়োজন হবে:

  1. একটি ওয়েবসাইট
  2. সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি
  3. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (SEO) বেসিক ধারণা

বিস্তারিত হিসাব:

আপনি যদি বছরে ২৫টি AWS একাউন্ট তৈরি করেন, প্রতিটি থেকে ২০ জিবি স্টোরেজ ব্যবহারযোগ্য হবে। মোট স্টোরেজ দাঁড়াবে:
৫০০ জিবি = ১০০টি প্যাকেজ (প্রতি প্যাকেজ ৫ জিবি)

হিসাব:
১০০ প্যাকেজ × ৪০০ টাকা = ৪০,০০০ টাকা




ডোমেইন বিক্রির সুযোগ:

ডোমেইন সেলিং দিয়ে আয় বাড়ানোর দারুণ সুযোগ আছে। সাধারণত, ডট কম ডোমেইনের দাম ১,০০০ টাকা

এরজন্য আপনি কি করতে পারেন জানেন কি?


এখন আপনি যদি এখানে তাদের কে Beat করার জন্য ২০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যেও ডোমেইন এর প্রাইস রাখেন তাহলে অবশ্যই সবার নজর আপনার দিকে চলে আসবে অটো কারন আমরা সুবিধা যেখানে বেশী পাই সেখানেই ঘুরে ফিরে চলে যাই।


আপনি যদি বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে কম মূল্যে (৬০০-৭০০ টাকা) ডোমেইন অফার করেন, তাহলে আপনার প্রতি ক্লায়েন্টের আকর্ষণ বাড়বে।

যাই হোক এখন ধরেন আপনি অর্গানিক ভাবে হোক অথবা পেইড এডস ব্যবহার করে ক্লায়েন্ট আনতে পারেন তাহলে আপনার ১০০ একাউন্ট এর সাথে যদি ১০০ টা ডোমেইন বিক্রি হয়ে যায় তাহলে কেমন হবে?


ডোমেইন সেল হিসাব:

  • ১০০ ডোমেইন × ৭০০ টাকা = ৭০,০০০ টাকা
  • ডোমেইন ক্রয়ের খরচ (১০০টি × ১০০ টাকা) = ১০,০০০ টাকা
  • প্রফিট = ৭০,০০০ - ১০,০০০ = ৬০,০০০ টাকা



কারন সবাই তো আর হোস্টিং এমনি এমনি নিবেনা আর যদি নিতে না চায় তবে কম প্রাইসে দৃষ্টি আকর্ষন করে হলেও ডোমেইন এর হোস্টিং এর কম্বো সেল করা যায়।


মোট আয়:

  • হোস্টিং থেকে: ৪০,০০০ টাকা
  • ডোমেইন থেকে: ৬০,০০০ টাকা
    মোট আয়: ১,০০,০০০ টাকা (প্রায়)


তাহলে এই নিয়মে যদি চান আপনি কিন্তু বানাতে পারবেন নিজের একটা ভার্চুয়াল ব্রান্ড কিংবা পরিচিতি যা আপনাকে আরো কাজ এনে দিতে প্রচুর হেল্প করবে

কি ভাই ব্রাদার বিজনেস আইডিয়া ভালো লাগলো ?

প্রমান ছাড়া কেউ তো আর আগাবেন না আমি আপনাদের ২৮০+ ডোমেইন অর্গানিক ভাবে সেল করার প্রমান দিচ্ছি 



পরবর্তী পর্ব:

ডোমেইন সেলিংয়ের সম্পূর্ণ সিস্টেম এবং কৌশল নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করা হবে।
আপনার মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন।
আপনার সমর্থন আমাদের নতুন আইডিয়া শেয়ার করতে উৎসাহিত করবে!

ভালো লাগলে শেয়ার করুন এবং জানাতে ভুলবেন না। 😊

লেখকঃ Cyber Prince | Dark Magician | Sourov 


Post a Comment

0 Comments