Cyber Prince Survey AI সেটিংস থেকে শুরু করে সম্পূর্ন বিস্তারিত + ভিডিও টিউটোরিয়াল

Cyber Prince Survey AI নিয়ে আমাদের আজকের আর্টিকেল তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।


Cyber Prince Survey AI এমন একটি প্রজেক্ট যারা আমেরিকান সার্ভে নিয়ে কাজ করেন তাদের জন্য একটা মেন্টর হিসাবে কাজ করবে। 



সার্ভে করতে গিয়ে আমাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় আর মাঝে মাঝে তো এমন প্রশ্ন আসে যা সম্পর্কে হয়তো আমাদের ধারনা থাকেনা। আর সেজন্য আমরা হয়তো গুগল সার্চ ব্যবহার করি নয়তো অন্যান্য AI 
কিন্তু সমস্যা হলো আমাদের কে ChatGpt এর মত AI গুলো যে ধরনের উত্তর দেয় তা প্রথমত রোবটিক উত্তর হয়ে থাকে। আর দেখা যাবে তাদের কে প্রশ্ন করলে সেম উত্তর সবাইকে দিচ্ছে কিছুটা ঘুড়িয়ে ফিরিয়ে আর সেই প্রশ্নের উত্তর যদি আপনি সাবমিট করেন তাহলে সমস্যা। 

একই টাইপের উত্তর দেওয়ার জন্য আপনাকে ব্যান করে দিতে পারে। আর তারাও AI ব্যবহার করে যাতে ইউজার কোন প্রকার রোবটিক উত্তর দিচ্ছে কিনা তা যাতে ডিটেক্ট করতে পারে তাই সরাসরি ChatGpt এর মত Assistant এর উত্তর গুলো দিলে একাউন্ট সমস্যা হবে। 

এছাড়াও আমরা যা জিজ্ঞাসা করি তার পারফেক্ট  উত্তর অনেক সময় খুজে পাওয়া যায় না আশা করি আপনার সাথেও এমন হয়েছে আর না হলে তো আপনি বেচে গেছেন। 

আর আরো একটা সমস্যা হলো যা উত্তর দিচ্ছি তা কি ঠিক ভাবে জেনে দিতে পারছি কিনা কারন AI গুলো প্রশ্নের বাহিরেও অনেক উদাহরন তুলে নিয়ে আসে যা অনেক সময় বিরক্তি কর। 

কেমন হবে যদি আপনাদের কে এমন একটা AI এর সাথে পরিচয় করিয়ে দেই যে কিনা আপনাকে সার্ভের মেন্টর হিসাবে সাহায্য করবে?

তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রজেক্ট এর ফিচারগুলো এক নজরে 


Cyber Prince Survey AI Feature: 

1. AI Limit: 

অন্যান্য AI এর মত কাজের সময় যাতে লিমিট না হয়ে যায় এরজন্য এখানে ব্যবহার করা হয়েছে পার্সোনাল API সিস্টেম।
যার ফলে আপনি যদি লিমিট শেষ ও করে ফেলেন আরেকটা API ব্যবহার করে লিমিট বাইপাস করতে পারবেন। 

2. AI Model:

এখানে ব্যবহার করা হয়েছে ChatGpt , Gemini , DeepSeek এবং Claude এর মত কোম্পানীর মডেল গুলো।
আপনি চাইলে যে কোন Single AI মডেল ব্যবহার করেও উত্তর জেনারেট করতে পারবেন , আবার চাইলে সব গুলো এই কে একসাথে করে একটা উত্তর জেনারেট করতে পারবেন যেটা সবগুলোর মতামত নিয়ে একটা উত্তর দিবে। 
এছাড়াও আপনি যদি পেইড Subscription ব্যবহার করে AI মডেল গুলোর তবে সেই পেইড API ব্যবহার করলে আপনার উত্তর আরো বেশি সুন্দর করে দিবে । কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি প্রজেক্ট টার ফ্রি API দিয়ে যাতে Pro মডেল এর মত উত্তর জেনারেট করতে পারে। 

3. User Profile: 

এটা এমন একটা ফিচার যা কিনা আপনাদের অনেক কাজে আসবে। যেমন ধরে নিন আপনার প্রতিটা একাউন্ট এর জন্য আলাদা আলাদা প্রোফাইলের তথ্য ব্যবহার করেন তাই না ? ঠিক তেমনি এখানেও যদি আপনি প্রোফাইল এর ইনফো এড করে দেন তাহলে একদম ঐ এরিয়া বেসড উত্তর দিবে। অনেক সময় দেখা যায় কি Area Based উত্তর না মিললে সার্ভে কেটে যায়। এটা একটা এক্সটা বেনিফিট তাই নয় কি ? 

4. Human Tone: 

এই ফিচার টা অন করে দিলে আপনাকে আপনার প্রোফাইল এর তথ্য অনুসরন করে লোকাল ভাষায় মানুষের মত করে উত্তর দিবে যা দেখলে রোবটিক মনে হবে না। 

5. Dual Language:

এই ফিচার টা মূলত আমার মত বাংলাদেশীদের জন্য বানিয়েছি কারন হলো অনেকেই উত্তর তো খুজে কিন্তু বুঝতে পারেনা উত্তর কি সঠিক হচ্ছে নাকি ভুল। এর এখানেই এই ফিচার আপনাকে একজন সার্ভে মেন্টর হিসাবে সাহায্য করবে। 
প্রথমত আপনি যা প্রশ্ন করবেন সেটার পারফেট এবং ১০০% মিল খাবে এমন উত্তর দিবে ইংরেজীতে আর পাশাপাশি আপনাকে বাংলাতেও গাইড করবে কেন এটার উত্তর এমন দেওয়া হলো? আর কেমন উত্তর দিলে সার্ভেটা কেটে যেতে পারতো। আর কিভাবে আপনি আপনার সার্ভের প্রশ্নের উত্তর গুলো আর পারফেক্ট করতে পারেন এমন সব টিপস। যা আপনাদের কে আরো বেশি কাজটা সম্পর্কে জানতে এবং এক্সপার্ট হতে সাহায্য করবে। 

6. Combo Mode:

এখানে আপনি নির্বাচন করতে পারবেন আপনার উত্তর কি একটা নির্দিষ্ট এ আই মডেল দিবে নাকি সব মডেল মিলে বুঝে শুনে একটা উত্তর দিবে। 


7. Export Feature:

অনেক সময় দেখা যাবে যে এই Cyber Prince Survey AI এমন সব উত্তর বা টিপস দিবে যা আপনার সংরক্ষন করতে মন চাইবে আর তাই তার সমাধান দেওয়ার জন্য Save বা Export ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। 

8. File Upload:

এই ফিচার ব্যবহার করে আপনি যে কোন ছবি , ভিডিও কিংবা ডকুমেন্ট এড করে দিলে সেটা দেখে রিসার্চ করে আপনাকে AI টি উত্তর দিবে। 

আপাদত আমরা এটাতে এই ৮ টা ফিচার যুক্ত করেছি যা একজন সার্ভে বুঝেনা এমন মানুষকেও সার্ভে করে টাকা উপার্জন করতে সাহায্য করবে। 
আর আপনার মতে আর কোন কন ফিচার এড করলে এটা আরো বেশী পাওয়ারফুল হতো কমেন্ট করে জানাতে পারেন। 

এবার আসা যাক এই Cyber Prince Survey AI চালাবেন কিভাবে এটা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রথমত এটা আপনি এখন পিসি ছাড়া ব্যবহার করতে পারবেন না অপেক্ষা করতে হবে এর আপডেট ভার্সন এবং ফাইনাল রিলিজের জন্য এখন যেটা ব্যবহার করবেন সেটা একটা টেস্ট ভার্সন। 



আমাদের একটা সফটওয়্যার দরকার হবে আপাদত লাইভ ভার্সন রিলিজ করছিনা তাই অফলাইন সার্ভার বানিয়ে আমরা প্রজেক্ট রান করবো। 

আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তবে Windows ভার্সন আর লিনাক্স এবং ম্যাক হলে তার জন্য আলাদা আলাদা ভার্সন রয়েছে। 

তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে Install করে ফেলুন। Install হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন। 



আমাদের Apache এবং MySQL ফিচার গুলো Start করতে হবে তাহলে আমাদের পিসি একটা সার্ভার হিসাবে কাজ করবে এবং প্রজেক্ট রান করানো যাবে। 

ভেরি সেড আমাদের সার্ভার তো রেডি করে ফেলেছি কিন্তু এখনো প্রজেক্ট এর ফাইল টা ডাউনলোড করিনি ঝটপট নিচের লিংক থেকে আমাদের প্রজেক্ট টা ডাউনলোড করে নিন।

Cyber Prince Survey AI Project Download Link
আমি আন্তরিক ভাবে দুঃখিত শুধু মাত্র পেইড মেম্বার চাওয়া মাত্র প্রজেক্ট লিংক ইনবক্স করে দেওয়া হবে। 



ডাউনলোড হয়ে গেলে জিপ ফাইলটা Extract করতে হবে আর এর জন্য আপনি চাইলে Winrar সফটওয়্যার টা ডাউনলোড করে নিতে পারেন। 





যাই হোক ফাইল Extract করলে SurveyMentor-Main নামে একটা ফোল্ডার পাবেন সেটা কে কপি করতে হবে আপনার C Drive এ গিয়ে Xampp ফোল্ডারে যাবেন এবং সেই ফোল্ডারের ভিতর htdocs নামে আরেকটা ফোল্ডার দেখতে পাবেন। আপনি সেই htcdocs ফোল্ডারে যে ফাইল গুলো থাকবে তা কেটে দিয়ে আমাদের কপি করা SurveyMentor-Main নামে যে ফোল্ডার কপি করেছিলাম সেটা Paste করে দিবেন। 


আবার সফটওয়্যারে ফিরে যেতে হবে এবং MySQL এর Admin বাটনে ক্লিক করতে হবে। 


তাহলে আপনার ব্রাউজারে একটা ট্যাব ওপেন হয়ে যাবে এবং আপনাকে যা করতে হবে তা স্ক্রিনশর্ট দেখুন।


আপনাকে একটা নতুন ডাটাবেস তৈরী করতে হবে এরজন্য আপনি New তে ক্লিক করে দিন।


এখানে আপনার ডাটাবেস এর নাম আমি যা দিচ্ছি তা দিবেন 
ai_survey_assistant


দেখুন আমাদের ডাটাবেস তৈরী হয়ে গিয়েছে এখন আমাদের ডাটাবেস ফাইলটা আপলোড করতে হবে Import বাটনে ক্লিক করার মাধ্যমে। 

এখন আমাদের Choose File অপশনে ক্লিক করে ডাটাবেস ফাইলটা দেখিয়ে দিতে হবে। 


আর এই ফাইলটা আপনি যে Xampp ফোল্ডারের ভিতর htdocs নামে ফোল্ডারে SurveyMentor-main নামে যে ফোল্ডার কপি পেস্ট করেছিলেন তার মধ্যে পেয়ে যাবেন তা নির্বাচন করে দিন। 


একটু নিচে Scroll করলেই পেয়ে যাবেন Import বাটন ক্লিক মেরে দিন আপলোড হয়ে যাবে আর এখানে আমাদের ডাটাবেস এর কাজ শেষ হয়ে যাবে। 

এরপর আমাদের আর কিছু কষ্ট করতে হবে আর তাহলো Gemini/ AiStudio Google , ChatGpt/OpenAI , DeepSeek এর API Key তৈরি করতে হবে এটা একদম সোজা জাস্ট একাউন্ট করবেন আর কালেক্ট। 

চলুন দেখে নেওয়া যাক কাজের পদ্ধতিঃ

প্রথমে আমাদের OpenAI এর API কালেক্ট করতে হবে এর জন্য নিচের লিংক ব্যবহার করতে হবে। তবে একাউন্ট আগে করা না থাকলে রেজিস্ট্রেশন করে নিচের লিংকে গিয়ে API Key বানাতে পারবেন। 




আপনাকে Create New Secret Key তে ক্লিক করতে হবে আর একটা নাম দিয়ে সেভ করতে হবে তাহলে আপনাকে একটা API Key দিয়ে দিবে যা আপনাকে নোট করে রাখতে হবে এবং API Configuration এর ২য় ঘরে বসাতে হবে। 


এবার আমাদের Gemini API বানাতে হবে এর জন্য আমরা নিচের লিংকে চলে যাবো জাস্ট ব্রাউজারে জিমেইল লগিন থাকলেই হবে। 

এর আগে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে যাতে API নিতে পারি এর জন্য আপনাকে আগে নিচের লিংকে যেতে হবে।




প্রজেক্ট এর একটা নাম দিয়ে Create বাটনে ক্লিক করে দিলেই আপনার প্রজেক্ট বানানো হয়ে যাবে এরপর নিচের লিংকে যেতে হবে। 



    Build With Gemini API Key



মার্ক করে দিন বক্স এবং I accept এ ক্লিক করে দিন। 



Create API Key তে ক্লিক করে দিন 


আপনার প্রজেক্ট এর নাম টা সার্চ বক্সে লিখে দিলে চলে আসবে সিলেক্ট করে দিন এবং Create Api key in existing project এ ক্লিক করে দিন।


এবার আপনার Gemini API Key  টি নোট করে রাখুন। 




আপনি চাইলে এটা Skip করতে পারেন , DeepSeek Api Key এর জন্য নিচের লিংকে আপনাকে যেতে হবে 



আপনার প্রজেক্টের নাম দিয়ে Create API Key তে ক্লিক করে দিন তাহলেই আপনার API Key পেয়ে যাবেন সেটাও নোট করে রাখবেন। 

নোটঃ লিমিট বাই পাস করার জন্য প্রত্যেকটা মডেলের জন্য কয়েকটা API Key বানাতে পারবেন একই নিয়মে কিন্তু নতুন একাউন্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে। 

ব্যস আমাদের কাজ শেষ আমরা এখন সম্পূর্ন রেডি Cyber Prince Survey AI দিয়ে কাজ করার জন্য। 


Cyber Prince Survey AI Config:

এবার চলুন Cyber Prince Survey AI চালানো যাক প্রথমে আমাদের Xampp সফটওয়্যারে চলে যাবো।


এবার Apache এর Admin বাটনে ক্লিক করে দিবেন তাহলেই দেখবেন আমাদের বা আপনাদের Cyber Prince Survey AI ব্রাউজারে ওপেন হয়ে যাবে। 


এবার আমাদের জাস্ট বানানো API Key গুলো সঠিক ঘরে বসাতে হবে এবং সেভ বাটনে ক্লিক করে দিলেই আপনার জন্য আপনার মেন্টর রেডি হয়ে যাবে । আপনি তাকে সব ধরনের প্রশ্ন করতে পারবেন আর সব সার্ভে রিলেটেড বেস্ট উত্তর পাবেন। 




আমার এই প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হলো সার্ভে কাজ কে সহজ করে তোলা এবং যারা এই টুলস ব্যবহার করবে তাদের কে সার্ভে করতে সর্বোচ্চ সাহায্য করে উপার্জনের পথ রেডি করে দেওয়া। 


সবশেষে অনেক সময় নিয়ে আজকের টিউটোরিয়াল টি পড়েছেন আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু? আর সমস্যা হলে কমেন্ট সেকশন আপনার জন্য  উন্মুক্ত রয়েছে। 

তাহলে আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
লেখকঃ Cyber Prince


Post a Comment

0 Comments